প্রকাশিত: Sun, Dec 4, 2022 3:57 PM
আপডেট: Fri, May 9, 2025 6:59 AM

রাজা চার্লসের রাজ্যাভিষেকে বদলে যাচ্ছে ঐতিহাসিক মুকুট

মিহিমা আফরোজ: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য ১৭ শতকের সেন্ট এডওয়ার্ডের ঐতিহাসিক রাজ মুকুটটি সামান্য পরিবর্তন করা হবে জানিয়েছে ব্যাকিংহাম প্যালেস। ইতোমধ্যে মুকুটটি প্রদর্শন থেকেও সরানো হয়েছে। আল-আরাবিয়া 

ব্যাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, ২০২৩ সালের ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে সোনা, রুবি-কাটা, মণি, নীলকান্তমণি, পোখরাজ, ট্যুরমালাইন দ্বারা মুকুটটির আকৃতিতে পরিবর্তন আনা হবে। 

মুকুটটি শেষবার রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫৩ সালে তার অভিষেকের সময় পরেছিলেন।  রানী দ্বিতীয় এলিজাবেথ ৮ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর তার পুত্র চার্লস সিংহাসনে আরোহণ করেন। আগামী ৬ মে রাজা তৃতীয় চার্লস তার স্ত্রী রানী কনসর্ট ক্যামিলার সঙ্গে মুকুট পরবেন। অনুষ্ঠানের পর আগামী ৮ মে সারা দেশে জাতীয় ছুটি থাকবে। সম্পাদনা: খালিদ আহমেদ